Sajeeb Blog: ডিজিটাল স্কিলস জানুন সহজে

আসসালামু আলাইকুম। বর্তমান এই ডিজিটাল যুগে এগিয়ে থাকতে হলে চাই সঠিক কৌশল আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। কিন্তু অনলাইনে এত তথ্য, কোথা থেকে শুরু করবেন? আমি মিরাজুল ইসলাম সজীব, এবং আমি আপনার জন্য এই জটিল ডিজিটাল বিশ্বকে সহজ করে দিতে “Sajeeb Blog” নামের ব্লগ তৈরি করেছি। এই ব্লগটি শুধুমাত্র কিছু টিপস বা তথ্য নয়, এই ব্লগ আপনার ক্যারিয়ার ও ব্যবসার সফলতার জন্য কিছু আপডেট তথ্য নিয়ে সাজানো হয়েছে। এ ছাড়াও এখানে আমি আমার পার্সোনাল ওভারভিউ শেয়ার করি দেশ, রাজনীতি , সমাজ , প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে।
আমার এই ব্লগ এ কী কী থাকছে? Sajeeb Blog এর মূল ফোকাস তিনটি অত্যাবশ্যকীয় বিষয়ের উপর, যা আপনাকে দ্রুত প্রফেশনাল গ্রোথ এনে দেবে: ১. প্র্যাকটিক্যাল SEO এবং ডিজিটাল মার্কেটিং ২. AI ট্রেন্ডস এবং টুলস (AI Trends & Tools) ৩. সহজ ও প্রাঞ্জল শিক্ষণ পদ্ধতি (Easy Learning Approach)
Showing posts with label Poem by Sajeeb. Show all posts
Showing posts with label Poem by Sajeeb. Show all posts

16 October 2025

Real Friend a poem by Merajul Islam Sajeeb

Book

Real Friend

জীবন পথে চলতে গেলে বন্ধু পাবে শত,
আপন ভেবে বলবে তুমি মনের কথা যত

সুখ দুখের সকল কথা যায়না সবাইকে বলা
সব সাথীদের সাথে আবার হয় না সদা চলা

কিছু মানুষ হৃদয় মাঝে এমন ভাবে গাঁথে
ভাববে তুমি জীবন মরন লেখা একই সাথে,

তারাও কিন্তু কষ্ট দেবে দুঃখ দেবে মনে
কল্পনা যা করনী তা ঘটবে বারে বারে,
আপন জনের কাছে তুমি ব্যাথা পাবে উপহার,

নিঃস্বার্থ এক বন্ধু তোমায় ডাকছে শোন ঐ
জীবন বন্ধু বানাও তুমি তোমার পাঠের বই।

04 October 2025

অপেক্ষা a Poem By Merajul Islam Sajeeb

 

অপেক্ষা

শূন্য নদীর তীরে আমি একা 
করছি দেরি পেতে তোমার দেখা 
আসবে তুমি ? নাকি গেছো ভুলে? 
মনের দুয়ার রাখব তবু খুলে ।

ঐ ডাকছে আমায় আঁধার রাতের রেখা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
রোজ সকালে সূর্য যেমন ওঠে
ঝড় বাদলে ও পুষ্প যেমন ফোটে।
তুমিও বন্দী আছ তোমার মাঝে।
করছ ফেরি স্বপ্ন সকাল সাঁঝে।

আমার আকাশ আজ কালো মেঘে ঢাকা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
জানি আসবে তুমি ফিরে যখন থাকবে না তরী 
আমার এ মনের ঘাটে ।

কথা দিলাম a Poem by Merajul Islam Sajeeb

 কথা দিলাম


কথা দিলাম আমি আসব, ঘরের দুয়ারে নয় মনের দুয়ারে।
কথা দিলাম আমি আসব, কাছ থেকে নয় দূর থেকে ভালবাসব।

এইতো সেদিন দেখেছি তোমায় হৃদয়ের আঙ্গিনায় 
নিরবে তুমি বসে আছ আমারই প্রতীক্ষায়।
তবুও পারিনি আমি  এগুতে সেথায়, জানিনা কি করে হাটব।
কাছ থেকে নয় দূর থেকে ভালবাসব।

আমিও একাকি সেদিন তোমায় ভেবেই হলাম সারা,
রাতের আকাশে নিরবে যেমন জ্বলে মিটিমিটি তারা।
সেই সে তার মাঝে পেয়ে তোমায় খুজে 
রাতটি আমার পার করেছি আখি দুটি বুজে।

তারপর স্বপ্নের মাঝে তুমি এসে, শর্বর এই হৃদয়য়ের মঝে জ্বেলে ছিলে আলো,
তাই তো আবার কাছে না আসেও হৃদয়ের মাঝে আসব,
শুধু তোমাকেই কাছ থেকে নয় দূর থেকে ভালবাসব।