Sajeeb Blog: ডিজিটাল স্কিলস জানুন সহজে

আসসালামু আলাইকুম। বর্তমান এই ডিজিটাল যুগে এগিয়ে থাকতে হলে চাই সঠিক কৌশল আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। কিন্তু অনলাইনে এত তথ্য, কোথা থেকে শুরু করবেন? আমি মিরাজুল ইসলাম সজীব, এবং আমি আপনার জন্য এই জটিল ডিজিটাল বিশ্বকে সহজ করে দিতে “Sajeeb Blog” নামের ব্লগ তৈরি করেছি। এই ব্লগটি শুধুমাত্র কিছু টিপস বা তথ্য নয়, এই ব্লগ আপনার ক্যারিয়ার ও ব্যবসার সফলতার জন্য কিছু আপডেট তথ্য নিয়ে সাজানো হয়েছে। এ ছাড়াও এখানে আমি আমার পার্সোনাল ওভারভিউ শেয়ার করি দেশ, রাজনীতি , সমাজ , প্রযুক্তি ইত্যাদি বিষয় নিয়ে।
আমার এই ব্লগ এ কী কী থাকছে? Sajeeb Blog এর মূল ফোকাস তিনটি অত্যাবশ্যকীয় বিষয়ের উপর, যা আপনাকে দ্রুত প্রফেশনাল গ্রোথ এনে দেবে: ১. প্র্যাকটিক্যাল SEO এবং ডিজিটাল মার্কেটিং ২. AI ট্রেন্ডস এবং টুলস (AI Trends & Tools) ৩. সহজ ও প্রাঞ্জল শিক্ষণ পদ্ধতি (Easy Learning Approach)

04 October 2025

অপেক্ষা a Poem By Merajul Islam Sajeeb

 

অপেক্ষা

শূন্য নদীর তীরে আমি একা 
করছি দেরি পেতে তোমার দেখা 
আসবে তুমি ? নাকি গেছো ভুলে? 
মনের দুয়ার রাখব তবু খুলে ।

ঐ ডাকছে আমায় আঁধার রাতের রেখা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
রোজ সকালে সূর্য যেমন ওঠে
ঝড় বাদলে ও পুষ্প যেমন ফোটে।
তুমিও বন্দী আছ তোমার মাঝে।
করছ ফেরি স্বপ্ন সকাল সাঁঝে।

আমার আকাশ আজ কালো মেঘে ঢাকা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
জানি আসবে তুমি ফিরে যখন থাকবে না তরী 
আমার এ মনের ঘাটে ।