Poem by Sajeeb

Book

Real Friend

জীবন পথে চলতে গেলে বন্ধু পাবে শত,
আপন ভেবে বলবে তুমি মনের কথা যত

সুখ দুখের সকল কথা যায়না সবাইকে বলা
সব সাথীদের সাথে আবার হয় না সদা চলা

কিছু মানুষ হৃদয় মাঝে এমন ভাবে গাঁথে
ভাববে তুমি জীবন মরন লেখা একই সাথে,

তারাও কিন্তু কষ্ট দেবে দুঃখ দেবে মনে
কল্পনা যা করনী তা ঘটবে বারে বারে,
আপন জনের কাছে তুমি ব্যাথা পাবে উপহার,

নিঃস্বার্থ এক বন্ধু তোমায় ডাকছে শোন ঐ
জীবন বন্ধু বানাও তুমি তোমার পাঠের বই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন