Poem By Merajul Islam Sajeeb

অপেক্ষা

শূন্য নদীর তীরে আমি একা 
করছি দেরি পেতে তোমার দেখা 
আসবে তুমি ? নাকি গেছো ভুলে? 
মনের দুয়ার রাখব তবু খুলে ।

ঐ ডাকছে আমায় আঁধার রাতের রেখা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
রোজ সকালে সূর্য যেমন ওঠে
ঝড় বাদলে ও পুষ্প যেমন ফোটে।
তুমিও বন্দী আছ তোমার মাঝে।
করছ ফেরি স্বপ্ন সকাল সাঁঝে।

আমার আকাশ আজ কালো মেঘে ঢাকা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
জানি আসবে তুমি ফিরে যখন থাকবে না তরী 
আমার এ মনের ঘাটে ।