অপেক্ষা
শূন্য নদীর তীরে আমি একা
করছি দেরি পেতে তোমার দেখা
আসবে তুমি ? নাকি গেছো ভুলে?
মনের দুয়ার রাখব তবু খুলে ।
ঐ ডাকছে আমায় আঁধার রাতের রেখা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
রোজ সকালে সূর্য যেমন ওঠে
ঝড় বাদলে ও পুষ্প যেমন ফোটে।
তুমিও বন্দী আছ তোমার মাঝে।
করছ ফেরি স্বপ্ন সকাল সাঁঝে।
আমার আকাশ আজ কালো মেঘে ঢাকা
তবুও করছি দেরি পেতে তোমার দেখা।
জানি আসবে তুমি ফিরে যখন থাকবে না তরী
আমার এ মনের ঘাটে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন