পশ্চিমা বিশ্বে ভালোবাসা দিবস মধ্যযুগে শুরু হলেও এর বিশ্বব্যাপী প্রসার ঘটে নব্বই দশকের গোড়ার দিকে।বর্তমানে মিডিয়ার কল্যানে ভালবাসা দিবস তো এখন দেশের নতুন মডার্ন প্রজন্মের কাছে ঈদের দিনের মতই আনন্দের। এ দিবসের উৎস নিয়ে প্রচলিত আছে বিভিন্ন মত।আমি শুধু দুইটি মতবাদ আলোকপাত করব। ভালবাসা দিবস সম্পর্কে জদ্দুর জানা জায় লুপারকালিয়া নামে প্রাচীন রোমে এক উৎসব ছিল যা ১৩ থকে ১৫ ফেব্রুয়ারি অবধি হত।সে উৎসবে নারী পুরুষ সমান তালে মদ পান করত এবং লটারির মাধ্যমে সংজ্ঞি নির্বাচন করত একান্তে মিলিত হওয়ার জন্যে। এর পর যখন যিশুখ্রিস্ট ধর্ম প্রবর্তিত হয় তখন এই খারাপ উৎসব বন্ধ হয়ে যায় কিন্তু উৎসব এতই জনপ্রিয় ছিল যে তখনো কিছু লোক এটি তাদের আদি দেবির নামে চালাতে থাকে,,,,,,তারা উৎসব এ কিছটা পরিবর্তন আনে। এই দিনে তারা পাঠা বলি দেওয়া শুরু করল দেবির নামে আর সেই পঠার চামরা দিয়ে কুমারী মেয়েদের প্রহার করা হত এই বিশ্বাসে যে এতে দেবি তাদের সন্তান জন্ম দানের ক্ষমতা বাড়িয়ে দিবে। এছাড়াও জানা যায় ২৭০ খ্রিস্টাব্দে দিতীয় রোমান সম্রাট ক্লডিয়াস দেখলেন সেনারা তাদের স্ত্রী সন্তান দের মায়াজালে যুধ্যময়দানে মৃত্যু ঝুকি নিতে চাইত না তাই সম্রাট পুরুষ দের বিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করে কিন্ত এক সেন্ট ভ্যালেন্টাইন নামের ধর্মযাজক নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ে করে তার প্রমিকাকে। এ খবর সম্রাট জানতে পেলে তার ফেব্রুয়ারির ১৪ তারিখ মৃত্যু দন্ড কার্যকর করে। আর এই ঘটনাকে শরণ করেই পরবর্তী তে তা ভ্যালেন্টাইন ডে হিসেবে পালিত হয়। প্রেম ভালবাসা মায়া মমতা ও শ্রদ্ধা ভক্তি আছে বলেই মানুষ অন্য প্রানি থেকে আলাদা। আল্লাহতালা নিজেই ঘোষনা করেছেন :আল্লাহর কুদরতের মধ্যে অন্যতম একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রি দের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি তে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পারিক ভালোবাসা ও অনুগ্রহ সৃষ্টি করেছেন।নিশ্চই এতে চিন্তাশীল লোকেদের জন্য নিদর্শনাবলি রয়েছে।(সূরা আর রুম-২১) ভালবাসা হল খোদায়ী অনুভূতি আত্তার তিপ্তি ও মনের প্রশান্তি।কিন্তু বর্তমানে ভালবাসা দিবসের নামে একটি দিনে নতুন মুসলিম প্রজন্ম অনুকরণ করতেছে পশ্চিমা দের মত অশ্লীলতা ও অপসংস্কৃতি। আমরা মুসলিম তাই আমাদের ভালবাসার জন্য নির্দিষ্ট কোন দিনের প্রয়োজন নেই।যার অন্তরে আল্লাহর ভালবাসা থাকে তার অন্তরে কারোর জন্যে ভালবাসা কম হতে পারে না। সবশেষে বলব জয় হোক পবিত্র অকৃতিম ও নি:সার্থ ভালবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন